দেশের আধুনিক কৃষির সফল উদাহরণ সোনারগাঁয়ের কৃষক রমজান আলী। বিএসএস শেষ করে চাকরির পেছনে সময় নষ্ট না করে ২০০৯ সাল থেকে কৃষিতে হাতেখড়ি নেন উপজেলার গৌরবরদী গ্রামের ইউনুস আলীর ছেলে রমজান আলী। বাবা কৃষক হওয়ার কারণে ছোটবেলা থেকেই কৃষিতে আগ্রহী ছিলেন তিনি।জানা যায়, ২০১৪ সালে ঢাকা বিভাগের প্রথম মালচিং পদ্ধতিতে চাষ শুরু করেন তিনি। টমেটো ও চিচিঙ্গা চাষের মাধ্যমে তার এই পদ্ধতির যাত্রা শুরু হয়। এরপর দেশি-বিদেশি সবজি ও ফল চাষেও আগ্রহী হন। বর্তমানে উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে তিনি আবহাওয়া ও বাজার দর অনুযায়ী আধুনিক চাষে ফসল উৎপাদন করছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বছর গ্রীষ্মকালীন ফল তরমুজ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন রমজান আলী। ৫ দশমিক ৫ বিঘা জমিতে মাচা ব্যবহার করে কালাচাঁন ও তৃপ্তি জাতের...