রোমাঞ্চের নানা মোড় পেরিয়ে ম্যাচ গড়াল শেষ ওভারে। সেখানেও নাটকীয়তার কমতি ছিল না, উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে। রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে শেষ বলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের প্রয়োজন ছিল চার রান। স্নায়ুচাপ সামলে ডেভিড ভিসার ফুল টস লং-অন দিয়ে ছক্কায় উড়িয়ে দলকে বাঁধনহারা উল্লাসে মাতালেন ডোয়াইন প্রিটোরিয়াস। ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকালের ম্যাচটিতে সেন্ট লুসিয়া কিংসকে ২ উইকেটে হারায় গায়ানা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে চতুর্থ দল হিসেবে প্লেঅফে জায়গা করে নেয় মইন আলি, শিমরন হেটমায়াররা। ১৮৬ রান তাড়ায় শেষ ওভারে গায়ানার দরকার ছিল ১২ রান। প্রথম বলে কোনো রান নিতে পারেননি মইন। পরেরটি ছিল ফুল টস, ঠিকমতো ব্যাটে-বলে করতে পারেননি মইন, ক্যাচের সুযোগ কাজে লাগাতে পারেননি ফিল্ডারও। পরে দেখা যায়, বলটি ছিল কোমর উচ্চতার উপরে, ‘নো বল’।...