চীনের সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল পরিচালনা করেছে এবং কোনো ধরনের উস্কানির বিরুদ্ধে ফিলিপিন্সকে সতর্ক করেছে। রয়টার্স লিখেছে, ওই কৌশলগত জলপথে এই দুই দেশ দীর্ঘ দিন ধরে সমুদ্রসীমা নিয়ে বিরোধে লিপ্ত আছে আর তাদের কোস্টগার্ডের জাহাজগুলো নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে। পাশাপাশি তারা ব্যাপক নৌ মহড়ার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করছে। চীনের সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ডের এক মুখপাত্র বলেছেন, ফিলিপিন্সকে অবশ্যই দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা ও উস্কানিমূলক ঘটনাগুলো অবিলম্বে থামাতে হবে। ওই মুখপাত্র বলেন, “আমরা ফিলিপাইন পক্ষকে দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা ও উস্কানিমূলক ঘটনাগুলো অবিলম্বে বন্ধ করার জন্য এবং এ ধরনের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার জন্য বহিরাগত শক্তিগুলোকে নিয়ে আসার বিষয়ে কঠোরভাবে সতর্ক করছি। এসব প্রচেষ্টায় কোনো ফল হবে না। “সমস্যা সৃষ্টি করার অথবা পরিস্থিতিকে...