১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও নকল বিড়ি উদ্ধার হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় শুক্রবার দিবাগত রাত দেড়টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চল্লিশপাড়া মাঠে নায়েক জীবন কুমার এর নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান চালায়। অভিযানে ভারতীয় ৪৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। অপরদিকে শুক্রবার বিকেল ৩টার দিকে ভেড়ামারা বারমাইল হাইওয়ে সড়ক নায়েব সুবেদার মো. লোকমান হোসেন এর...