পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতের সঙ্গে আজ দেখা হয়ে গেল। এক অবিস্মরণীয় মুহূর্ত, এক অতুলনীয় বিস্ময়ের সাক্ষাৎ। নীল নদের প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে একটি জায়গায় এসে নদী হঠাৎ যেন থেমে গিয়ে নিজের সমস্ত শক্তিকে সংকুচিত করে ফেলে মাত্র সাত মিটার চওড়া এক সরু গিরিখাতে। সেখান থেকে নীল নদীর প্রবল ধারা গর্জন তুলে গড়িয়ে পড়ে প্রায় তেতাল্লিশ মিটার নিচে। এক ভয়াবহ শব্দ, কানে বাজতে থাকা বজ্রধ্বনির মতো শব্দ, বাতাসে ছড়িয়ে পড়া লাখ লাখ জলকণার কুয়াশা আর নদীর অদম্য শক্তি মিলে সৃষ্টি করেছে এমন এক প্রাকৃতিক দৃশ্য, যা পৃথিবীর অন্য কোথাও নেই। এ কারণেই এ জলপ্রপাতকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত। নাইল নদী এখানে যেন হঠাৎ করেই নিজের চরিত্র বদলে ফেলে। দীর্ঘ যাত্রাপথের বিস্তৃত ও প্রশান্ত স্রোত এক জায়গায় এসে...