সিরাজগঞ্জে বাবাকে হত্যার অভিযোগে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামিকে ৩ মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। আদালতের এপিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।আরো পড়ুন:কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগবরগুনায় ডোবায় মিলল গলা কাটা মরদেহ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল জেলার সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের নিহত ইদ্রিস আলীর ছেলে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সাজাপ্রাপ্ত রেজাউলের সৎ মা মোছা. রেনুকা বেগম এবং তার স্ত্রী মোছা. ইসমত আরা বেগম। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ মার্চ রাতে নিজের...