প্রতিদিনের জীবনে ল্যাপটপ এখন অপরিহার্য সঙ্গী, কিন্তু কাজের মাধ্যেই দরকারি এ যন্ত্রটি হঠাৎ গরম হয়ে যাওয়ার মতো দুর্ভোগ অনেকেরই হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? আবার এ সমস্যার সমাধানই বা কীভাবে করা যায়? ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার বিষয়ে প্রথম বড় ধরনের আলোচনার জন্ম হয় ২০০৬ সালে। সে সময় ডেল, সনি, এসারসহ বড় বড় কোম্পানিকে বিপুল সংখ্যক ল্যাপটপ ফিরিয়ে নিতে হয়েছিল কারণ ত্রুটিপূর্ণ ব্যাটারি আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটাচ্ছিল। প্রযুক্তি সাইট ‘হাও স্টাফ ওয়ার্কস’ লিখেছে, তবে ল্যাপটপ গরম হওয়ার সাধারণ সমস্যার মূল কারণ ভিন্ন। প্রচণ্ড তাপে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়, এমনকি অনেক ব্যবহারকারী দগ্ধও হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয় হার্ড ড্রাইভে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারির ত্রুটি না থাকলেও ল্যাপটপ গরম হওয়া স্বাভাবিক বিষয়। আসলে সব ইলেকট্রনিক ডিভাইসই কিছুক্ষণ চালানোর পর গরম হয়। প্রসেসর...