বরগুনার আমতলীতে যৌথবাহিনীর অভিযানে শ্যামলী পরিবহনসহ ৯ গাড়ির নামে মামলা করেছে আমতলী ট্রাফিক বিভাগ। এ সময় তিনটি গাড়ি জব্দ করা হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়ক এলাকায় চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী)। এ ব্যাপারে আমতলী সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. আশরাফুল ইসলাম জানান, বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লে সাব্বির আহমেদ (বিএন), আমতলী থানা পুলিশ, ট্রাফিক বিভাগের সদস্যদের অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যামলী পরিবহনের রুট পারমিট না থাকায় ও অন্যান্য গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় বিভিন্ন পর্যায়ে...