সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষ চোরাচালান এতোটাই বেড়ে গেছে যে, এটি কার্যত ‘নিরাপদ করিডোরে’ পরিণত হয়েছে। অবৈধ পথে আসা এসব গরু-মহিষকে ঘিরে পশুর হাটগুলোতে চলছে রমরমা রশিদ বাণিজ্য। ভারতীয় গরু-মহিষের বৈধতা নিশ্চিত করছে হাটের রশিদ, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী এগুলো আটক করতে ব্যর্থ হচ্ছে। আটক হলেও রশিদের জোরে সিন্ডিকেট চক্র আদালতের হাত ধরে তা উদ্ধার করে নিচ্ছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারিরা দিনের বেলায়ও নির্দ্বিধায় ভারতীয় গরু-মহিষ দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে। চোরাকারবারিদের হামলায় বিজিবি, পুলিশ ও সাংবাদিকরাও আহত হচ্ছেন। ভারতীয় বিএসএফের গুলিতে চোরাকারবারিদের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। রশিদের জোরে ভারত থেকে আসা গরু-মহিষ দোয়ারাবাজার থেকে ছাতক হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে বছরে ভারত ও বাংলাদেশে এর মাধ্যমে হাজার কোটি টাকা পাচার...