১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম আন্তর্জাতিক অঙ্গনে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। দেশটির অভিযোগ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে কাজ না করে বরং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন। এর ফলে ইরানের পরমাণু কার্যক্রম অন্যায্যভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বর সময়কালে ইরান একাধিকবার অভিযোগ তোলে যে, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি প্রতিষ্ঠানটিকে প্রযুক্তিগত সংস্থা হিসেবে পরিচালনা না করে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। ইরান মনে করছে, তাঁর কর্মকাণ্ডের ফলে দেশটির শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে ইরানকে সন্দেহজনকভাবে উপস্থাপন করা হচ্ছে। এই পরিস্থিতি শুধু ইরানের ওপর চাপ বাড়াচ্ছে না, বরং জনগণকে নিষেধাজ্ঞার মাধ্যমে কষ্টে ফেলছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী এক বিবৃতিতে...