নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের আপত্তিকর কথোপকথন এবং কলেজ প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে কলেজ চত্বরে কলেজের শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধা সংসদ, আহত ও শহীদ পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। জানা যায়, কলেজের ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর বার্তা পাঠানো এবং অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর সামসুল হকের বিরুদ্ধে। সম্প্রতি এ-সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ছাত্রীদের ওড়না ছাড়াসহ বিভিন্ন সাজে দেখার আবদার করতে দেখা যায় তাকে। এতে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকালে কলেজ গেটে ফেসবুক মেসেঞ্জারের আপত্তিকর বার্তার স্ক্রিনশট টানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যাচাই সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো...