এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। তবে এবারের ম্যাচকে ঘিরে শুধু মাঠের লড়াই নয়, রাজনৈতিক আবহও প্রভাব ফেলছে। এনডিটিভির খবরে জানা গেছে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তানের বিপক্ষে নামতে পারে এক ধরনের ‘প্রতীকী প্রতিবাদ’ নিয়ে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে ম্যাচটি নিয়ে দেশজুড়ে চলছে ‘বয়কট’ আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন পরিস্থিতিতে আদৌ পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত কি না। এরই মধ্যে ভারতীয় ড্রেসিংরুমেও এই আলোচনার ছায়া পড়েছে বলে জানা গেছে। দলের ভেতরে মনোভাবকে ‘গম্ভীর’ বলে বর্ণনা করেছে সূত্র। খবরে বলা হয়েছে, প্রতীকী প্রতিবাদ হিসেবে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরতে পারেন, কিংবা ম্যাচ শুরুর পর প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যেতে পারেন। এর মাধ্যমে তারা বার্তা দিতে চান যে পাকিস্তানের সঙ্গে...