এশিয়া কাপের আগে জাকের আলী অনিকদের পাওয়ার হিটিং শেখাতে জুলিয়ান উডকে নিয়ে এসেছিল বিসিবি। এই ইংলিশ কোচ অদ্ভুত সব উপায়ে টাইগারদের পাওয়ার হিটিং শিখিয়েছেন, যার একটি হলো বিশাল হাতুড়ি দিয়ে জাকের আলী অনিকের ব্যাটিং অনুশীলন। কিন্তু বাস্তবে তার অনুশীলন তেমন কোনো কাজেই লাগল না। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের কষ্টার্জিত ১৩৯ রানে জাকেরের অবদান ৩৪ বলে অপরাজিত ৪১ রান। চার মেরেছেন মাত্র দুটি, ছক্কা একটাও মারতে পারেননি। স্ট্রাইকরেট ১২০.৫৮। কোনো বিচারেই এটাকে টি-টোয়েন্টি ইনিংস বলা যায় না। যেখানে আবুধাবির প্রথম ইনিংসের গড় স্কোর ১৭০ এর ওপরে, সেখানে বাংলাদেশের কোনো ব্যাটারের স্ট্রাইকরেট ১২৩ টপকাতে পারেনি! ৩২ বল আগেই ৬ উইকেটে হারের পর অবশ্য ছক্কা মারতে না পারার পেছনে নিজের যুক্তি দেখিয়েছেন জাকের। দায় চাপিয়েছেন বাতাসের ওপর, ‘এই জিনিসটা মাথায়...