যাত্রাবাড়ী থানার পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে অন্য আসামিদের সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয় এক কিশোরকে। তার পরনে ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি। দুই হাত বাঁধা ছিল হ্যান্ডকাফে, হাতে ছিল কাপড়ের ব্যাগ। হ্যান্ডকাফ ও রশিতে বাঁধা অবস্থায় পুলিশ আদালতে নিয়ে যাচ্ছে তাকে। তখন আদালত প্রাঙ্গণে তোলা তার এমন একটি ছবি সংবাদপত্রসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ তখন ছিলেন মাত্র ১৭ বছরের। ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ফাইয়াজ তিন ভাইয়ের মধ্যে মেজো। বড় ভাই মাজহারুল ইসলাম (ডাক নাম ফাহিম) এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন। ভাইয়ের এ অর্জনে উচ্ছ্বসিত ফাইয়াজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, একদিন আমি...