ঢাকা: নেপালে দুই দিনের জেন-জি আন্দোলনের জেরে দেশের পর্যটন খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ৮ ও ৯ সেপ্টেম্বর চলা এই বিক্ষোভে হোটেল ভাঙচুর, যাতায়াতে বিঘ্ন এবং ব্যাপকভাবে বুকিং বাতিলের কারণে আনুমানিক ২৫ বিলিয়ন (২,৫০০ কোটি) রুপির ক্ষতি হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর দ্য হিমালয়ান টাইমস।পর্যটনের শীর্ষ মৌসুম শুরুর ঠিক আগে এমন পরিস্থিতি উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি করলেও, তারা পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর ব্যাপারে এখনো আশাবাদী।হোটেল অ্যাসোসিয়েশন নেপালের (HAN) প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভের সময় অন্তত দুই ডজনের বেশি হোটেলে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী কাঠমান্ডুর হিলটন হোটেল সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। হোটেলটি একাই প্রায় ৮ বিলিয়ন রুপির ক্ষতির মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।শুধু কাঠমান্ডু নয়—পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর এবং...