১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম মোংলায় চাঁদার দাবিতে মালগাজী ক্যাথলিক মিশনের রাস্তার কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং ওই চাঁদাবাজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ। উপজেলার চাঁদপাই ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে মালগাজী এলাকার ক্যাথলিক চার্চের অভ্যন্তরে একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। সেই রাস্তা নির্মাণকারীদের কাছে ৫০ হাজার চাঁদা দাবি করেন স্থানীয় চাঁদাবাজ হাফিজুর রহমান হাফিজ। চাঁদা না দেয়ায় হাফিজ সেই রাস্তার কাজ বন্ধ করে দেন। এর প্রতিবাদে বিকেলে মালগাজী চার্চের সামনের একটি রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় খৃস্টান সম্প্রদায়ের লোকজন। এ সময় বক্তারা দ্রুত চাঁদাবাজ হাফিজকে গ্রেফতারের দাবি জানান। এ সময় ভুক্তভোগী স্কুল শিক্ষক সুব্রত মন্ডল বলেন, হাফিজ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে...