প্রশ্ন:অজু করার পর অল্প সময়ের জন্য অজ্ঞান বা অচেতন হলে কি অজু ভেঙে যায়? এ অবস্থায় নামাজ আদায় করলে কি তা শুদ্ধ হবে? উত্তর:অল্প সময়ের জন্য অজ্ঞান থাকলেও অজু নষ্ট হয়ে যায়। হাসান বসরি (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন, কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায় এবং সে বসা অবস্থায়ও থাকে তাহলেও তার অজু ভেঙে যাবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ২০৯০) ইবরাহিম নাখঈ (রহ.) বলেন, অজ্ঞান ব্যক্তি জ্ঞান ফিরে পাওয়ার পর পবিত্রতা অর্জনের জন্য অজু করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ২০৯১) সুতরাং কেউ যদি অজু করার পর কয়েক মুহূর্তের জন্যও অজ্ঞান হয়, তাহলে তার অজু ভেঙে যাবে এবং ওই অবস্থায় নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে না। জ্ঞান ফেরার পর কেউ যদি ভুল করে নতুনভাবে অজু না করেই নামাজ আদায় করে,...