অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-২ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বেসরকারি পর্যায়ে পরিচালিত সফল এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা ও সফলতার গল্প তুলে ধরেন। স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, পিকেএসএফের এমন একটি প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল না। ঘটনাচক্র এটা হয়েছে। ওই সময়ে বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি প্রকল্পে ২৪ কোটি টাকা দিতে চেয়েছিল। তৎকালীন এরশাদ সরকারের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করে এই টাকাটা কী করবে তা নিয়ে জানতে মতামত চাওয়া হয়। আমি এটা কার দরকার নেই জানাই এবং টাকাটা ফেরত দেয়ার কথা বলে দেই। আমি বলেছিলাম, এ টাকাটা অনর্থক, টাকাটা নষ্ট হবে। টাকাটা খেয়ে ফেলবে। যেভাবে প্রকল্পটা বানানো হয়েছে খেয়ে ফেলা হবে। বিশ্বব্যাংক...