গতকাল শনিবার সন্ধ্যায় চূড়ান্ত ফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন। এতে দেখা যায় ভিপি আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল) পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মো. মাজহারুল ইসলাম। ইবরাহীম খলিল/শহিদুল্লাহ মনসুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার থেকে :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনেও শিবির সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সাড়ে ৭২ ঘণ্টা পর এই ফল ঘোষিত হলো। এর মধ্যে অনেক অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা ঘটে। দায়িত্ব পালন করতে গিয়ে জান্নাতুল ফেরদৌস নামের একজন শিক্ষিকা মারা যান। ঘোষিত ফলে সহসভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত...