রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হরতাল চলবে বলে জানান সমর্থকরা। তারা পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিঅ্যান্ডবি মোড়ের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। রাস্তার বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে মিছিলও করেন তারা। এর ফলে সকাল থেকে বাস বা অন্য কোনো যানবাহন চলছে না সড়কে। বেড়া নগরবাড়ি ও কাজিরহাট নদী বন্দর বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ৪ অগাস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আগে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে পাবনা-১ আসন ছিল। নতুন প্রজ্ঞাপনে শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন করা হয়েছে। আর সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে গঠন করা হয়েছে পাবনা-২ আসন। এরপর থেকে বিক্ষোভ শুরু করে বেড়া উপজেলাবাসী। ৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-পাবনা...