বাকসু নির্বাচনের দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বরিশাল:বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে বাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন— “বাকসু নির্বাচন চাই, শিক্ষার্থীর অধিকার চাই”। তারা জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, ছাত্র সংসদ শুধু রাজনীতি নয়—এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান,...