যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার। বিশেষ করে নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন সাজা ২০ বছর করার বিষয়ে আলোচনা চলছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে যাবজ্জীবন সাজা ৩০ বছর ধরা হয়। এটিকে যুক্তিযুক্তভাবে কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। নারীদের ক্ষেত্রে ২০ বছর করার প্রস্তাব রয়েছে, আর পুরুষদের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি হতে পারে। তিনি জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বন্দির বয়সকেও এ ক্ষেত্রে বিবেচনায় আনা হবে। জাহাঙ্গীর বলেন, কেউ যদি ১৮ বছর বয়সে অপরাধ করে, ২০ বছর সাজা শেষে ৩৮ বছর বয়সে বের হয়ে আবার অপরাধ করার ঝুঁকি থাকে—এসব দিকও খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, আপিল বিভাগের ২০২০ সালের এক রায়ে বলা হয়েছিল, যাবজ্জীবনের অর্থ...