প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। আজ রোববার দুপুর ১২ টার দিকে শিল্পীর মরদেহ শেষ শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাকে ফুলেল শ্রদ্ধা জানান তার ভক্ত অনুরাগীরা। সেই তালিকায় আছেন অনেক তারকাও। তবে দেশে না থাকায় উপস্থিত হতে পারেননি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। কিন্তু দীর্ঘদিনের সহকর্মীকে শেষবারের মতো এক নজর দেখতে তিনি ভিডিওকলে অংশ নেন। জানালেন শ্রদ্ধাও। সেইসঙ্গে ফরিদা পারভীনের পরিবারকে সমবেদনাও জানান রুনা লায়লা। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ফরিদা পারভীন শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। এর আগেও সংকটাপন্ন অবস্থায় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে...