বিশ্বকাপ হকির বাছাই পর্বে ওঠার জন্য পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে তিনটি ম্যাচ খেলতে হবে, সেই সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায়। শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) এ কথা নিশ্চিত করেছেন। বিশ্বকাপ হকির বাছাই পর্বে ওঠার জন্য পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে তিনটি ম্যাচ খেলতে হবে, সেই সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায়। শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) এ কথা নিশ্চিত করেছেন। ঠিক কবে হবে ম্যাচ তিনটি তা এখনো নিশ্চিত হয়নি। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী তিন-চারদিনের মধ্যে এশিয়ান হকি ফেডারেশনের সাথে আলোচনা করে আমরা তারিখ নির্ধারণ করবো।’ ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরে হওয়া এশিয়া কাপে বাংলাদেশ ষষ্ঠ স্থান লাভ করায় বিশ্বকাপের বাছাই পর্বে ওঠার জন্য এই সিরিজ খেলতে হবে। সিরিজ জয়ী...