নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট এলাকায় ধনু নদে স্পিডবোট ডুবে নিখোঁজ আরও দুজনের লাশ পাওয়া গেছে। এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে এক নারী ও দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার হলো। রোববার (১৪ সেপ্টেম্বর) দুজনের লাশ পাওয়া যায়। এর আগে শনিবার একজনের লাশ উদ্ধার হয়। এখনো নিখোঁজ রয়েছে একটি শিশু। জানা যায়, রোববার সকাল পৌনে ৯টার দিকে পাঁচহাট গ্রামের পাশে লাশ দুটি ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া দুজন হলেন- আন্ধাইর...