এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে ভারতই এগিয়ে। এই অবস্থায় সূর্যকুমার যাদবদের হারানোর জন্য কিছু ফর্মুলা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তার মতে,আজ আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতকে হারানোর জন্য দুটি উপায় আছে পাকিস্তানের সামনে। আর দুটোই নির্ভর করছে বোলারদের ওপর। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপে চারজন ব্যাটারেরই স্ট্রাইক রেট ১৫০-এর ওপরে। এমন ব্যাটিং ঝড় ঠেকাতে দ্রুত উইকেট তোলাকেই মূল অস্ত্র হিসেবে দেখছেন মালিক। স্থানীয় এক ক্রীড়া অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘টস কারও হাতে নেই। তবে পাকিস্তানের সেরা সুযোগ হবে যদি ভারতের তিন থেকে চারজন টপ অর্ডার ব্যাটারকে দ্রুত আউট করে কম রানে আটকে রাখা যায়। এতে তাদের ইনিংস ১৬০–১৫০ রানের মধ্যে নামিয়ে আনা সম্ভব। আমার মতে, এভাবেই ভারতকে হারানো যেতে...