উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘বিপজ্জনক’ ও ‘শক্তির বেপরোয়া প্রদর্শন’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে সতর্ক করে বলেছেন, দেশগুলোর জন্য এটি ‘খারাপ পরিণতি’ বয়ে আনবে। খবর আল-জাজিরার।আরো পড়ুন:নৌযান দখল: ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষুব্ধ ভেনেজুয়েলাজিতলে নিউ ইয়র্ক শহরে নেতানিয়াহুকে গ্রেপ্তার করব: মামদানি জিতলে নিউ ইয়র্ক শহরে নেতানিয়াহুকে গ্রেপ্তার করব: মামদানি দক্ষিণ কোরিয়া ও তার মিত্ররা যৌথ নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া শুরু করার একদিন আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কিম ইয়ো জং-এর এই মন্তব্য প্রকাশ করেছে। আগামীকাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে ‘ফ্রিডম এজ’ নামে এই মহড়া অনুষ্ঠিত হবে। উত্তর কোরিয়ার শাসক দলের কেন্দ্রীয় কমিটির...