চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের সময় নবজাতকের নড়ে ওঠার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে এই ঘটনার পর কবরস্থান থেকে নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। পৌর কবরস্থানের কবর খোঁড়ার কাজ করা শাহজাহান বলেন, ‘দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজন অজ্ঞাত পুরুষ একটি কার্টনে করে শিশুটিকে দিয়ে যায়। শিশুটি মৃত জানিয়ে দ্রুত কবরস্থ করতে বলেন আমাদের। পরে কবরস্থ করার সময় নড়েচড়ে ওঠে শিশুটি।’ খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর দ্রুত ওই...