গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার গজারিয়াপাড়া কবির মার্কেট এলাকার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুটি লোহার পাইপ ও একটি বাংলাদেশ পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন— জয়দেবপুরের নয়নপুর এলাকার মীর মোহাম্মদ শাকিল (২১) এবং ভোলার সদরের মো. শিহাব মোশাররফ সৈকত (২৩)। সৈকত বর্তমানে উত্তরার ১৩ এপিবিএনে কর্মরত।এলাকাবাসীর অভিযোগ, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে ও পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলেন। স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জানান,“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা দুজনকে আটক করে রেখেছেন। পরে আমরা...