জেন-জি বিক্ষোভ ও সহিংসতায় নেপালের পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। হোটেল ভাঙচুর, বুকিং বাতিল ও ভ্রমণ বিঘ্নিত হওয়ায় আনুমানিক ২৫ বিলিয়ন বা ২৫০০ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ। তবে দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে হিমালয়ান টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চলতি সেপ্টেম্বরের ৮–৯ তারিখে হওয়া জেন-জি বিক্ষোভে হোটেল ভাঙচুর ও লুটপাট, যাতায়াত বিঘ্ন এবং বুকিং বাতিলের ফলে বিশাল ক্ষতির মুখে পড়েছে পর্যটন শিল্প। বিশেষ করে পর্যটন মৌসুম শুরুর প্রাক্কালে এ ক্ষতি বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভ ও সহিংসতায় দুই ডজনেরও বেশি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বা লুট হয়েছে। এর মধ্যে শুধু কাঠমান্ডুর হিলটন হোটেলেই ৮ বিলিয়ন...