টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছে পাকিস্তান। ওমানকে উড়িয়ে দিয়েছে ৯৩ রানের বিশাল ব্যবধানে। তবে আজ তাদের ভারত পরীক্ষা। আজ জিতলে গ্রুপ শ্রেষ্ঠত্বও নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে তার চেয়ে বড় বিষয়, পাকিস্তান শেষ পাঁচ ম্যাচে ভারতকে হারাতে পারেনি। আজ জিতলে সে খরাও কাটাতে পারে সালমান আলী আঘার দল। এই ম্যাচে পাকিস্তান দল তাদের একাদশে একটি পরিবর্তন আনতে পারে। ওমানের বিপক্ষে ম্যাচে পাকিস্তান নেমেছিল হারিস রউফকে ছাড়াই। ভারতের বিপক্ষে আজকের ম্যাচে তিনি দলে ফিরে আসতে পারেন। তবে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট আছে একটু দ্বিধায়। ওমান ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম দুজনেই বেশ ভালো পারফর্ম করেছেন। তার ওপর দুবাইয়ের উইকেটও বেশ ধীরগতির। যদিও ভারতের মিডল অর্ডার স্পিনের মোকাবিলা করে বেশ দক্ষ হাতে। তার ওপর রান দিলেও শেষ দুই বছরে স্পিনারদের চেয়ে...