আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালক জেনারেল রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ক্ষুণ্ণ করার অভিযোগ তীব্র আকার ধারন করেছে। ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রোসি সংস্থাটিকে নিরপেক্ষ ও প্রযুক্তিগত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে রাজনৈতিক সহায়তা দেওয়ার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গ্রোসির ধ্বংসাত্মক ভূমিকা রেকর্ড হয়ে থাকবে। তিনি অভিযোগ করেন, গ্রোসি ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিকে সন্দেহের আওতায় আনার জন্য অননুমোদিত তথ্য ও অযৌক্তিক অভিযোগ প্রচার করছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাজ হলো পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়টি যাচাই করা। তবে ইরান বলছে, গ্রোসি সংস্থার তথ্যের গোপনীয়তা নীতি উপেক্ষা করে আন্তর্জাতিক মিডিয়ায় ভিত্তিহীন...