পেহেলগাম হামলায় ভারত-পাকিস্তানের রাজনৈতিক শীতল সম্পর্কে বরফ আরও বেড়ে গেছে। এতটাই যে ভারতের মানুষ এখন আর বহুজাতিক টুর্নামেন্টেও পাকিস্তানের মুখোমুখি হতে চায় না। উঠেছিল বয়কট রবও! তবে সবকিছু একপাশে রেখে মাঠে ঠিকই পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। সূর্যকুমার যাদবের দল টুর্নামেন্টে শুরুটা করেছে দুর্দান্ত। সংযুক্ত আরব আমিরাতকে ৫৭ রানে অলআউট করে ২৭ বল খেলেই ম্যাচ জিতেছে। সেই একাদশের ওপরই পাকিস্তান ম্যাচে ভরসা রাখবে ভারত, জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। আজকের এই ম্যাচে ভারত খেলবে মোটে এক বিশেষজ্ঞ পেসার নিয়ে, তিনি জসপ্রীত বুমরাহ। তিনি বাদে দলে পেসার আছেন আরও দুইজন– হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে, দুজনই অলরাউন্ডার। এদিকে স্পিনার থাকবেন তিনজন– কুলদীপ যাদব, অক্ষর পাটেল ও বরুণ চক্রবর্তী। দলটির হয়ে ওপেন করতে নামবেন অভিষেক শর্মা ও শুবমান গিল। এছাড়া সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব,...