অতি সম্প্রতি দেশের কেন্দ্রীয় ব্যাংক মূলত ব্যাংকিং খাতের নৈরাজ্য বন্ধ করতে, তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করণে বেসরকারি খাতে বাংলাদেশ ব্যাংক বিকাশ ক্রেডিট, সিটি ক্রেডিট, ইত্যাদি নামে পাঁচটি প্রতিষ্ঠানকে ঋণ তথ্যসেবা বা ক্রেডিট ইনফরমেশন সার্ভিস প্রদানের জন্যে উদ্দেশ্য পত্র দিয়েছে। সরল ভাষায় বললে, এর মানে হলো তারা ব্যবসা শুরু করার প্রাথমিক অনুমতি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি এ প্রতিষ্ঠানগুলো ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর কাজ করবে। তাদের প্রধান কাজ হবে ঋণ গ্রহীতাদের আর্থিক ইতিহাস পর্যালোচনা এবং ঋণ পরিশোধের সক্ষমতার উপর বিস্তারিত প্রতিবেদন তৈরি করা। যার মূল লক্ষ্য হবে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে উপস্থাপন করা। এর ফলে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে ঝুঁকি কমাতে সক্ষম হবে। এ নতুন ব্যবস্থা দেশের ঋণ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তুলতে সাহায্য করবে তথা ব্যাংকিং খাতের...