নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে বাগেরহাটের আসন সংখ্যা কমানোর প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম এই কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল এবং মঙ্গল (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) অর্ধবেলা হরতাল। এম এ সালাম বলেন, ঘোষিত সকাল-সন্ধ্যা হরতালে সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে দোকানপাট, মোটরসাইকেল, রিকশা-ভ্যান চলাচল করবে। বাস, ট্রাক ও অন্যান্য গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা যথারীতি চালু থাকবে। এর আগে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বাগেরহাটের জেলা প্রশাসক কার্যালয়, জেলা নির্বাচন অফিসসহ অন্যান্য সরকারি দপ্তর ঘেরাও করে অবস্থান নিয়েছিল সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই ঘেরাও কর্মসূচি দুপুর ১১টা পর্যন্ত চলে। একই সঙ্গে জেলার...