১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম বর্ষার বিদায় শেষে শরতের আগমনে নীল আকাশের সাদা মেঘের ভেলা আর নদীতীরে সাদা কাশফুল প্রকৃতিতে রঙ ছড়াচ্ছে অপার সৌন্দর্যে৷ শরৎ বাংলাদেশের কোমল, স্নিগ্ধ এক ঋতু৷ ভাদ্র-আশ্বিন এ দু’মাস নীল আকাশ, নদীর পাড় আর বাতাসের সুগন্ধে ছড়িয়ে বর্ষার অবসানে শরৎ এক অপূর্ব শোভাবর্ধনকারী শরতের আবির্ভূত হয়। শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে রূপময়৷ আকাশের উজ্জ্বল নীলিমার প্রান্ত ছুঁয়ে মালার মত উড়ে যায় পাখির ঝাঁক। শিমুল তুলোর মতো ভেসে চলে সাদা মেঘের খেয়া। চারদিকে সজীব গাছপালার ওপর বয়ে যায় শেফালিফুলের মদির গন্ধভরা ফূরফুরে মিষ্টি হাওয়া। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। আগস্ট মাসের মধ্যভাগ থেকে অক্টোবর মাসের মধ্যভাগ পর্যন্ত মিলে শরৎকাল৷ শরতকে ইংরেজিতে "অটাম" বলা হলেও উত্তর...