আইটেম গানে দেখা যাবে অভিনেত্রী ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহিকে। কোনো সিনেমায় নয়, সিনেমার নায়িকা চরিত্রে করা ‘খুশবু’ নামে একটি মেগা সিরিয়ালে। কাঙ্খিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন মাহি। ভালোবাসার মানুষ তাকে ভালোবাসা না দিয়েই চলে গেছে দূরে। সেই বিরহের আগুনে তার কলিজা পুড়ে হয়েছে কাবাব। এমনই কিছু কথা নিয়ে মেগা সিরিয়ালের প্রথম পর্বে একটি আইটেম গানে দেখা যাবে মাহিকে। এই কনটেন্টে মাহির চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা! দীপ্ত টিভিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচারিত হবে মেগা সিরিয়াল ‘খুশবু’, সেখানেই এমন চরিত্রে আইটেম গানের শুটিংয়ে অভিনয় করতে দেখা যাবে তাকে। জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প। নানাপেশার মানুষের জটিল জীবন গল্পের ভীড়ে অনেকটাই অজানা...