ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যা ও অবরোধের কারণে খাদ্যাভাবে নিষ্ঠুর মৃত্যুর প্রতিবাদে ঢাকায় পারফর্মিং আর্ট ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর রাজধানীর বাংলামোটরে ইনকিলাব কালচারাল সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্যে কবি ও চিত্রকর সায়লা সিমি নূর বলেন, ‘গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে গত ৩১ আগস্ট সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে ৪৪টি দেশের ১০০ জাহাজ রওয়ানা হয়েছে। সঙ্গে আছেন ছয় মহাদেশের কয়েকশ অধিকারকর্মী। তাদের মানবিক ত্রাণ সহায়তা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। তবু তারা থেমে যাননি। আমরা বাংলাদেশ থেকে সেই প্রচেষ্টার সঙ্গে সংহতি প্রকাশ করছি।’লিভ অ্যান্ড লাভ অনুষ্ঠানের প্রধান অতিথি কবি, চিন্তক ও প্রাচ্যবিষয়ক রাজনৈতিক বিশ্লেষক জহির হাসান বলেন, ‘গাজার মানুষকে ‘অ্যানিমেল’ ঘোষণা করে সারা পৃথিবীর চোখের সামনে অবরুদ্ধ করে নির্মম গণহত্যা চালাচ্ছে...