শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে এশিয়া কাপের সুপার ফোরের পথে জটিল সমীকরণের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুধু জিতলেই হবে না, পরের ম্যাচে অন্য ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে লিটন দাসের দলকে। তবে গতকাল (শনিবার) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে পড়েই টাইগাররা গড়েছে এক বিব্রতকর রেকর্ড—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শূন্য রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বান্ধব উইকেট হিসেবেই পরিচিত আবুধাবির এই মাঠ। কিন্তু এমন উইকেটেই শুরুতে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম। নুয়ান থুসারার সুইংয়ে বিভ্রান্ত হয়ে স্টাম্প ভাঙান তিনি। সেই ওভারটিও মেডেন হয়। পরের ওভারেও একই গল্প। দুষ্মন্ত চামিরার করা দ্বিতীয় ওভারে প্রথম তিন বল ডট খেলার পর পারভেজ হোসেন ইমন ক্যাচ তুলে দেন উইকেটকিপারের হাতে। তখনো রানের খাতা...