ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা হয়েছে আজ রোববার সকালে। উপাচার্যের কার্যালয়সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে মিলিত হন সদ্য নির্বাচিত নেতারা, যারা এবার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের দায়িত্বে এগিয়ে এলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন এবং তিনি নবনির্বাচিত প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা জানান। সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক মুহা. মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আবদুল্লাহসহ মোট ২৭ জন সদস্য। অনুপস্থিত ছিলেন শুধু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সভা চলাকালীন সময়ে প্রতিনিধিরা একে অপরের সঙ্গে পরিচিত হন, মতবিনিময় করেন এবং আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন। ডাকসুর ভিপি, জিএস, এজিএস থেকে শুরু...