১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম আজ রবিবার দুপুরে বিরামপুর পৌর এলাকার হোসেনপুর মহল্লার একটি পুকুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস এর ডুবারু দল। এলাকাবাসী জানান, পুকুরটিতে অজ্ঞাত এক যুবক গোসল করার জন্য নেমেছিল। গোসল করে না ওঠার কারণে সন্দেহ হলে এলাকাবাসী বিরামপুর ফায়ার সার্ভিস ও বিরামপুর থানা পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিস এর ডুবের দল এসে উক্ত পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বিরামপুর থানার ওসি মমতাজুল হক দৈনিক ইনকিলাব কে জানান, অজ্ঞাত যুবকের লাশ পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবারু দল সহায়তায় উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তের দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। লাশ শনাক্তের চেষ্টা চলছে। হিলিতে গ্রামীণ সড়কে এলজিইডি’র অর্থায়নে নিম্নমানের কাজ! হাত দিয়ে তোলা যাচ্ছে কার্পেটিং ঢাকা সেনানিবাসে...