১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম বগুড়ার সান্তাহারে রেলওয়ের জনগুরুত্বপূর্ণ রেলগেটের ভিতরে জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। জানা যায়, সান্তাহার রেলওয়ে জংশন শহরের এই গুরুত্বপূর্ণ স্থানে মিঠু নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জায়গা দখল করে ব্যবসা করে আসছেন। জায়গাটি লাভজনক হওয়ায় নওগাঁ সদর উপজেলার পাথরকুটা গ্রামের সিরাজও আগ্রহী হন। সিরাজ দাবি করেন, তিনি বৈধ লাইসেন্স নিয়েছেন। তবে মিঠু জানিয়েছেন, সিরাজ তার করা মামলায় হেরে গেছেন। প্রথমে স্থানীয় আদালতে, পরে আপিলেও মামলার রায় তার বিরুদ্ধে হয়েছে। সেই পরেও সিরাজ ওই জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও রেল পুলিশ নীরব ভূমিকা পালন করছেন...