ঢাকা: সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ৫টি ক্যাটাগরিতে ১২ জনকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ দেয়া হচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এ তথ্য জানান।সচিব বলেন, ‘যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬’ অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য ৫টি ক্যাটাগরিতে এবার ১২ জনকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।’পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।যুব ও ক্রীড়া সচিব বলেন, চূড়ান্তভাবে মনোনীত ১২ জনকে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুরস্কার তুলে দেবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এই অনুষ্ঠান হবে।যারাপুরস্কারপাচ্ছেনযুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানে পুরস্কার পাচ্ছেন ৩ জন। বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং...