আগামী বছর থেকে অনলাইনেই করপোরেট ট্যাক্স দাখিল করা যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ‘আগামী বছর থেকে আমরা করপোরেট ট্যাক্স অনলাইন সামমিশনে (দাখিল) নিয়ে আসবো। করপোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের জন্য অ্যাপও তৈরি করা হবে। আপনারা যদি সহযোগিতা করেন তবে যে স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন করবো। যখন দৌঁড়াদৌঁড়ি কমে যাবে তখন ক্লাইয়েন্টদের (গ্রাহক) জন্য নানা পরিকল্পনা করতে পারবেন। যাতে করে ট্যাক্স রিলেটেড সব কাজ ঘরে বসেই করা যায়।’ রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুর রহমান খান। এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাপ আমরা নিজেরা তৈরি করেছি। সবগুলো কাজ অনলাইনে হচ্ছে। এই সিস্টেমের বড় সুবিধা হলো নিজেরা তৈরি করেছি...