সিলেটের পাথরলুটের কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ অগাস্ট এক বিজ্ঞপ্তিতে তার সব ধরনের দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। র্যাব-৯ এর মিডিয়া অফিসার কেএমশহিদুল ইসলাম সোহাগ বলেন, “সাহাব উদ্দিনকে কোতোয়ালী থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় ৭টি মামলা রয়েছে।” র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের লক্ষ্যে...