সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। পাশাপাশি তদন্তে অগ্রগতি আনতে আপ্রাণ চেষ্টা করতে বলা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে শুনানি শুরু হয়। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে সশরীরে উপস্থিত হন মামলাটির তদন্তকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক। এ সময় বিচারক মামলার তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, ‘আপনি কি সিআইডিতে?’ তখন এ তদন্ত কর্মকর্তা বলেন, ‘না স্যার আমি পিবিআইতে।’ বিচারক তখন বলেন, ‘এই মামলায় তদন্তে অগ্রগতি কতদূর গিয়েছে?’ তখন তদন্ত কর্মকর্তা বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত শুরু হয়। এরপর আমাকে দায়িত্ব দেওয়া হয় তদন্তের। আমি এই মামলার সংশ্লিষ্ট সাংবাদিক, প্রতিবেশী,...