সরকারি কর্মজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির বিষয়ে ফাইল চালাচালি শুরু হয়েছে। বিশ্বের ৭৮টি দেশে পিতৃত্বকালীন ছুটি থাকলেও বাংলাদেশে সরকারি পর্যায়ে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। বিগত সরকারগুলোর সময়ে পিতৃত্বকালীন ছুটি নিয়ে আলাপ-আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। এছাড়া দেশে বেসরকারি পর্যায়ে কমপক্ষে তিনটি প্রতিষ্ঠান পিতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে। সে ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধনে অতি সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, দেশে ২০১১ সাল থেকে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস চালু হয়েছে। শিশু ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে টানা ছয় মাস সবেতনে একজন কর্মজীবী মা এই ছুটি ভোগ করেন। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি...