সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আদালত। পাশাপাশি তদন্তে আপ্রাণ চেষ্টা করতে বলা হয়েছে। একইসঙ্গে আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১২১ বার পেছানো হলো। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে নতুন এ দিন ধার্য করেন। এদিন তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই-এর অতিরিক্ত এসপি মো. আজিজুল আদালতে উপস্থিত হন। বেলা ১২ টা ১০ মিনিটে মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে শুনানি শুরু হয়৷ এসময় বিচারক মামলার তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, আপনি কি সিআইডিতে? তখন এ তদন্ত কর্মকর্তা বলেন, না স্যার আমি পিবিআইতে। বিচারক তখন বলেন, এই মামলায় তদন্তে অগ্রগতি কতদূর? তখন তদন্ত কর্মকর্তা বলেন, উচ্চ আদালতের নির্দেশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন...