ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ চলছে। রেলপথ অবরোধ চলাকালেই নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছেন হামিরদী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে অবরোধের দ্বিতীয় ধাপে টানা তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালনে পুরুষদের পাশাপাশি নারীরাও রাস্তায় নেমেছেন।জানা গেছে, নকশিকাঁথা ট্রেন হামিরদী এলাকায় পৌঁছলে নারী ও পুরুষরা রেলপথে দাঁড়িয়ে যান। তাদের দাবি, ট্রেন যেতে হলে বুকের ওপর দিয়ে যেতে হবে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।বিলকিস বেগম নামের এক নারী বলেন বলেন, আমাদের স্বামী-সন্তানরা ভাত খেয়ে কুলি ফেলেন ভাঙ্গায়, সেই ভাঙ্গাকে আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করব।পাবনায় হরতাল চলছেভাঙ্গায় দ্বিতীয় ধাপের অবরোধে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশালের বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি গাছ-বাঁশ ফেলে...