দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর পক্ষে তার আইনজীবী এই আবেদন করেন। এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্যে রোববার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মহিউদ্দিন শামীম ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে। এর আগে গত ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে বেরোবির সাবেক এই ভিসিকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে এ মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। সবশেষ গত ৪ সেপ্টেম্বর মহানগর বিশেষ জজ আদালত তার জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে আবেদন করেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত অধ্যাপক নাজমুল আহসান...